বায়েজিদে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা থেকে মো. জাহেদ (২০) ও মো. তারেক (২২) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে অক্সিজেন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা।
গ্রেপ্তার জাহেদ লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন তেহারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উবুতি গ্রামের মো. রফিকের ছেলে এবং মো. তারেক চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদণ্ডি গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। তারা বায়েজিদ বোস্তামী বিআরসিটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, শনিবার সকাল ১০ টার দিকে অক্সিজেন মোড় এলাকায় জোহরা বেগম নামের এক বৃদ্ধকে ধারালো ছোরার ভয় দেখিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার এবং ছিনিয়ে নেওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো টিপছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা হয়েছে।
শনিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।