চট্টগ্রাম

বাসযোগ্য ও পরিবেশবান্ধব করতে চাই চট্টগ্রামকে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার কমিটি (বাস্থই) চেয়ারম্যান স্থপতি আশিক ইমরানের নেতৃত্বে একটি টিম। গতকাল বেলা ১টায় সিডিএ’র কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়তে চাই। শুধু ইট-পাথরের বস্তি উপহার দিয়ে যেতে চাই না। তাই আমাদের সবাইকে একে অপরের সহায়ক হিসেবে যৌথভাবে এ কাজ করতে হবে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টার কমিটির নেতৃবৃন্দ, সিডিএ চেয়ারম্যানের পরিকল্পনা বাস্তবায়নে, টেকসই, বাসযোগ্য ও পরিবেশবান্ধব আধুনিক চট্টগ্রাম গড়তে যৌথভাবে কাজ করবেন এবং সিডিএকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) চট্টগ্রাম চ্যাপ্টারের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডেপুটি চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ বিজয় শঙ্কর তালুকদার, সদস্যরা হলেন আব্দুল্লাহ রুম্মান, হোসেন মুরাদ, আদর ইউসুফ, মো. শওকত হোসাইন, মো. মঈনূল হাসান।

এছাড়াও সিডিএ’র পক্ষে সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামাল, ঊর্ধ্বতন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী এবং অথরাইজড অফিসার-২ প্রকৌশলী তানজিব হোসেন সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *