পার্বত্য চট্টগ্রাম

বৃষ্টির জন্য কাপ্তাইয়ে ইস্তেসকার নামাজ আদায়

আল্লাহ মেঘ দে, ছায়া দে, বৃষ্টি দে আল্লাহ। প্রচণ্ড দাপদাহ খরতাপে সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলের সর্বস্তরের লোকজন কষ্ট পাচ্ছে।

রবিবার (২৮ এপ্রিল) কাপ্তাই নতুন বাজারে সর্বস্তরের মানুষদের নিয়ে স্থানীয় ইউপি কার্যালয় সংলগ্ন ঈদগা মাঠে সকাল ১০টায় ইস্তেসকার নামাজ আদায় করা হয়।

দুই রাকাত সালাতুল ইস্তেসকার নামাজ আদায় শেষে দু’হাত তুলে আল্লাহুর নিকট সর্বস্তরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

এ সময় সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। সকলে বলেন, আল্লাহ আমাদের সকল গুনাহ মাপ করে দিয়ে তোমার রহমতের বৃষ্টি দাও।

কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী ও বাইতুল ইল্লাহ শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলীম কালাম সাওদাগার জানান, কাপ্তাইয়ের সকল এলাকাবাসীর আয়োজনে বৃষ্টি ও শান্তি কামনায় ইস্তেসকার নামাজ আদায় করা হয়। এতে সর্বস্তরের সকল পেশার লোকজন নামাজে অংশগ্রহণ করে।

ইস্তেসকার নামাজ পড়ান কাপ্তাই নতুন বাজার বাইতুল ইল্লা শাহী জামে মসজিদের ইমাম শেখ আব্দুল্লাহ্ আল মামুন নূরী।

তিনি জানান, আমরা দু’হাত তুলে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা সহ দেশের মঙ্গল কামনা করেছি। আল্লাহু অবশ্যই ক্ষমাশীল দয়ালু। তিনি আমাদের দোয়া নিশ্চয় কবুল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *