খেলা

বেঞ্চ নামিয়েও ভুটানকে ৪ গোল বাংলাদেশের

ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতকে হারিয়েই। মেয়েদের সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল স্রেফ নিয়মরক্ষার। সে কারণেই কোচ সাইফুল বারী এই নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চকে বাজিয়ে দেখার সুযোগ হিসেবে নিলেন। মূল দলের মাত্র দুজনকে রেখে সাজালেন একাদশ। ৯ জনই নতুন।

তাঁরা কোচকে হতাশ করেননি। ভুটানকে ৪–০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল রাউন্ড রবিন লিগ শেষ করেছে শতভাগ সাফল্য নিয়েই। এখন ফাইনালে চূড়ান্ত সাফল্যের অপেক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফঈদা খন্দকারের দল। আজ দিনের প্রথম ম্যাচে নেপালকে ৪–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

আজ অধিনায়কত্ব করেছেন গোলকিপার স্বপ্না রানী মণ্ডল। মূল একাদশে উমেহলা মারমাও ছিলেন। এর বাইরে রুমা আক্তার, ঐশী খাতুন, নুসরাত জাহান, নাদিয়া আক্তার, তৃষ্ণা রানী, কানন রানী, লুৎফরা আক্তার, রিতু আক্তার, সুলতানা আক্তার—তাঁরা সবাই মাঠে নেমেছিলেন নিজেদের প্রমাণের জন্য। ঐশী খাতুনের জন্য আজ ছিল স্মরণীয় দিন। জোড়া গোল পেয়েছেন। অন্য দুটি গোল নুসরাত জাহান আর তৃষ্ণা রানীর।

ভুটানকে প্রথম ম্যাচে ১০–০ গোলে হারিয়েছে ভারত। হেরেছে নেপালের সঙ্গেও। ভুটানের বিপক্ষে আজ বাংলাদেশেরও প্রত্যাশা ছিল বড় ব্যবধানে জয়। রিজার্ভ খেলোয়াড়েরা তার অনেকটা পূরণ করে দেওয়ায় নিশ্চয়ই তৃপ্ত কোচ সাইফুল বারী। বৃহষ্পতিবার ভারতের বিপক্ষে ফাইনালের আগে বিশ্রাম পাচ্ছেন বাংলাদেশের মেয়েরা।

শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছে বাংলাদেশ। নিজেদের মধ্যে বোঝাপড়াটা চমৎকারই ছিল। তবে সুযোগের সদ্ব্যবহার করায় কিছুটা দুর্বলতা দেখা গেছে। নয়তো আজ আরও বড় ব্যবধানেই জিততে পারত। বাংলাদেশ প্রথম গোলটি পায় ১৮ মিনিটে। একটি আক্রমণ থেকে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করার পর ফিরতি বলে গোল করেন নুসরাত জাহান। দ্বিতীয় গোলটি আসে ৩০ মিনিটে। এই গোলের উৎসে ছিলেন নুসরাত। তাঁর কর্নার থেকেই হেড করে গোল করেন ঐশী। ২–০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে বাংলাদেশ পায় তৃতীয় গোল। ভুটানের রক্ষণভাগের এক খেলোয়াড়ের পা থেকে বল কেড়ে ডান প্রান্ত থেকে ক্রস করেন ঐশী। তা থেকে বলটা শুধু গোলেই ঠেলেছেন তৃষ্ণা রানী। বাংলাদেশের চতুর্থ গোলেও ভুটানের রক্ষণের দায়ই বেশি। গোলকিপার দিকশা রাইয়ের পাস সেন্দু পেলদম ঠিকভাবে পায়ে রাখতে ব্যর্থ হলে তাঁর পা থেকে বল কেড়ে গোল করেন ঐশী।

বাকি সময়েও গোলের সুযোগ এসেছিল। কিন্তু সুযোগ কাজে লাগানো যায়নি। তবে এ ম্যাচে বাংলাদেশের জন্য ভালো ব্যাপার যেটি ছিল, বেঞ্চের খেলোয়াড়দের পরখ করে দেখে নেওয়া। বেঞ্চ শক্ত হওয়াটা যে যেকোনো দলের জন্যই তৃপ্তির।

সেই তৃপ্তি নিয়েই ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। তবে সেই তৃপ্তি উৎসবে রূপ নেবে বাংলাদেশ শিরোপা জিততে পারলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *