চট্টগ্রামসীতাকুন্ড

বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বেড়েছে সীতাকুণ্ডে

উপজেলা পরিষদ নির্বাচনে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে শুরু করে।

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রথমদিকে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে শুরু করে।

চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জুর নিজ ইউনিয়ন হলেও এখানে বেশিরভাগ কেন্দ্রে তার এজেন্ট অনুপস্থিত দেখা গেছে। জানতে চাইলে স্থানীয়রা বলেন, তিনি এজেন্ট দেওয়ার জন্য কাউকে পাননি। অথবা তিনি ইচ্ছে করে এজেন্ট দেননি।

এ ব্যাপারে জানতে প্রার্থীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জাফরনগর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তৌহিদুল আলম চৌধুরী বলেন, দুপুর ১২ টা পর্যন্ত ২০ শতাংশ ভোট কালেকশন হয়েছে। তবে এখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, সীতাকুণ্ড উপজেলার সবকটি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও থেকে কোন বিশৃঙ্খলার খবর আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *