চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে রাঙামাটির দুর্গম ১১৬ কেন্দ্রে

রাঙামাটিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। দুর্গমতা বিবেচনায় হেলিসর্টি কেন্দ্রে আগেই পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) সকালে রাঙামাটি সদর ও পৌর এলাকার নির্বাচনী সরঞ্জাম উপজেলা সদর থেকে বিতরণ করা হয়েছে। রাঙামাটিতে ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টি হেলিসর্টি কেন্দ্র রয়েছে। ২১৩টি কেন্দ্রের মধ্যে ১৯৫টি কেন্দ্রের সকল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। দুর্গমতার বিবেচনায় ১১৬টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামের সঙ্গে ব্যালট পেপারও পাঠানো হয়েছে। বাকি ৭৯টি কেন্দ্রের ব্যালট পেপার আগামীকাল সকালে কেন্দ্রে পৌঁছানো হবে। রাঙামাটি জেলা পুলিশের তথ্যমতে এই আসনে ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১২৯টিই ঝুঁকিপূর্ণ।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তফা জাবেদ কায়সার জানান, রাঙামাটি সদরে ৪১টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে, যার মধ্যে ২৭টি কেন্দ্রের ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে।

প্রসঙ্গত, রাঙামাটির ১০টি উপজেলা নিয়ে রাঙামাটির একমাত্র সংসদীয় আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। আর ভোটযুদ্ধে আছেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে এবং তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *