চট্টগ্রামরাজনীতি

‘ভাগ্যপরীক্ষা’র প্রস্তুতিতেই ১২৫ প্রার্থীর ব্যস্ত দিন পার

‘ভাগ্যপরীক্ষা’র প্রস্তুতিতেই ১২৫ প্রার্থীর ব্যস্ত দিন পার

নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগ সকাল ৮টায় শেষ হয়েছে। তাই গতকাল (শুক্রবার) সারাদিন নিজস্ব ভোটার কার্ড ও এজেন্ট ফরম বিতরণ এবং দলের নেতাকর্মীদের সাথে সমন্বয় ও আলাপ-আলোচনা করে দিন কাটিয়েছেন প্রার্থীরা।

আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। গত ১৮ ডিসেম্বর থেকে টানা ১৮ দিনের জমজমাট প্রচারণা শেষ করে অনেকটা ক্লান্ত-পরিশ্রান্ত প্রার্থীরা। এ কয়দিনে তাদের দম ফেলার ফুরসত ছিল না। তারপরও একটি ভোটের জন্য ছুটে গেছেন ভোটারদের কাছে। এবার এলো সেই মাহেন্দ্রক্ষণ, রাত পোহালেই শুরু হবে সেই কাক্সিক্ষত ভোট গ্রহণ। তাতে ভাগ্য পরীক্ষা হবে চট্টগ্রামের ১৬টি আসনের ১২৫ প্রার্থীর। এ ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে গতকালও নির্বাচনের সকল প্রস্তুতির কাজ সেরেছেন। আজ শনিবারও নির্বাচনী প্রস্তুতির কাজ শেষ করতে নিজের নেতাকর্মী ও কর্মীদের সাথে আলাপ সারবেন। যেসব প্রার্থী শহরে বসবাস করেন ইতোমধ্যে তারা গ্রামে নিজ বাড়িতে চলে এসেছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা) গতকাল সারাদিন নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করেছেন। তার একান্ত সহকারী সুমন দে বলেন, ‘শুক্রবার সারাদিন নগরীর বাসায় ব্যস্ত সময় পার করেন এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়। নিজস্ব ভোটার কার্ড বিতরণ এবং আওয়ামী লীগের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দ, পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানদের সাথে নির্বাচনী কাজে সমন্বয় করেছেন। একই সাথে উৎসবমুখর পরিবেশে যাতে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেটি সমন্বয় করতে নেতৃবৃন্দকে নির্দেশনা দেন তিনি।’

নির্বাচনী কাজে ব্যস্ত দিন কাটিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ (নৌকা)। গতকাল তিনি ভোট কেন্দ্র আহ্বায়ক ও সচিবদের নিয়ে বৈঠক করেন এবং নির্বাচনের নানা পরামর্শ দেন। এ ছাড়াও তিনি নির্বাচনী কাজে দলের নেতাকর্মীদের সাথে সমন্বয় করেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ (নৌকা) অন্যান্য প্রার্থী এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে আওয়ামী লীগ প্রার্থী ও ভূমিন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ (নৌকা) অন্যান্য প্রার্থীরাও গতকাল নির্বাচনী কাজে দলের নেতাকর্মীদের সমন্বয় করে ব্যস্ততার মধ্যে দিন পার করেছেন।

এদিকে নির্বাচনী কাজে গতকাল ব্যস্ত ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনসহ (ঈগল) এ আসনের অন্যান্য প্রার্থীরা। স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মিরসরাই উপজেলার ধুম ইউনিয়ন গ্রামের বাড়িতে অবস্থান করে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির কাজ সেরেছেন। একই সময়ে মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামে নিজ বাড়িতে অবস্থান করে নির্বাচনী কাজের প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করেছেন স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনসহ অন্য প্রার্থীরা।

একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেও। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়বসহ (তরমুজ) অন্যান্য প্রার্থীরাও বাড়িতে অবস্থান করে নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করেছেন। চট্টগ্রাম-১০ (খুলশী, পাহাড়তলী, হালিশহর) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু’র (নৌকা), সাবেক সিটি মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ মোহাম্মদ মনজুর আলম (ফুলকপি), ফরিদ মাহমুদসহ (কেটলি) অন্যান্য প্রার্থীরাও গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন। অধিকাংশ সময় বাড়িতে অবস্থান করে তারা নির্বাচনী কাজের সমন্বয় করেন। একই অবস্থা দেখা গেছে চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) আসনেও। এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জিয়াউল হক সুমনসহ (কেটলি) অন্য প্রার্থীরাও সারাদিন নির্বাচনী কাজে সমন্বয় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *