মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়ি ঘের, ৩ লাখ টাকা জরিমানা
মহেশখালীতে উপকূলীয় সবুজ বেষ্টনী প্যারাবন নিধন করে সিন্ডিকেট ও লবণ মাঠ তৈরি চক্রের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। এ সময় একটি এস্কেভেটর ধ্বংস করে ২ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন, বড় মহেশখালীর ফকিরা ঘোনার মৃত আব্দুল গণির ছেলে আবুল হোসেন (৫০) ও ময়মনসিংহের আলাল উদ্দিনের পুরে এমদাদুল হক (৪০)।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা জানান, কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গায় প্যারাবন কেটে অবৈধ লবণের মাঠ ও চিংড়ি ঘের নির্মাণের বিরুদ্ধে অভিযানে সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী থানা, আনসার এবং কোস্ট গার্ডের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ২ জন আসামিকে তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং মাটি কাটায় ব্যবহৃত স্কাভেটর ধ্বংস করা হয়। অবৈধ লবণ মাঠ ও চিংড়ি ঘের নির্মাণে জড়িতদের এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।