চট্টগ্রামমীরসরাই

মিরসরাইয়ের জুয়েল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার চাঞ্চল্যকর জিয়াউল হাসান ওরফে জুয়েল (৬০) হত্যা মামলার প্রধান আসামি আবুল বশরকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১০ ডিসেম্বর) নগরের বন্দর থানার কাজী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল বশর মিরসরাই উপজেলার রাজাপুর এলাকার জালাল আহম্মদের ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী জুয়েল মিরসরাই উপজেলার মিঠানালা এলাকার মো. আলমগীরের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৯ নভেম্বর উপজেলার রাজাপুর নতুন রাস্তার মাথা এলাকায় বশর ও তার সহযোগীরা মিলে জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

এরপর ভুক্তভোগীর মরদেহ রাস্তার পাশে পানিতে ফেলে দিয়ে আসামিরা চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিন আসামির বিরুদ্ধে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ঘটনার পর থেকে আবুল বশর পলাতক ছিলেন। রোববার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *