চট্টগ্রাম

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, জরিমানা

চট্টগ্রামে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে তিন সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নগরীর বাকলিয়া এলাকার রাজাখালীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ’র নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক রানা দেবনাথ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা, আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার এবং হোসেন ফুডস কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *