চট্টগ্রামমীরসরাই

মিরসরাইয়ে কোনো মাস্তানি চলবে না : স্বতন্ত্র প্রার্থী গিয়াস

চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ‘আপনারা জোরজবরদস্তির চিন্তা করছেন, কেন্দ্র দখল করবেন সেসব চিন্তা মাথা থেকে ফেলে দেন মিরসরাইয়ের মানুষ আর সেসব করতে দিবে না।’ মিরসরাইয়ের ধুম ইউনিয়নে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি অতীতে আপনাদের সাথে ছিলাম। যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।’

সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আরো বলেন, ‘মিরসরাইয়ে কোনো মাস্তানি চলবে না। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাস্তানরা সাবধান। আমি রাজপথ থেকে বেড়ে উঠা কর্মী। কোনো অপশক্তি জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমাদের প্রশাসন সুষ্ঠু নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিশেষ করে নির্বাচনে র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনী থাকবে। তাই ভোটারদের ভয় পাওয়ার কারণ নেই। আপনার নিজ নিজ কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দেবেন। মিরসরাইয়ে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে ব্যালেট বিপ্লবের মধ্য দিয়ে ঈগল প্রতীক বিপুল ভোটে জয়ী হবে।’

পথসভায় গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘একটি পক্ষ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আমাদের কর্মীদের উপর হামলা করছে। আমাদের পোস্টার, ব্যানার ফেলে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনিকভাবে সবকিছু মোকাবেলা করবো। আমরা সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন চাই।’

শুক্রবার ধুম ইউনিয়নের শান্তিরহাট, মহাজনহাট, মোবারকঘোনা আবাসনপ্রকল্প ও শুক্রবারইয়ারহাট এলাকায় গণসংযোগ ও পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক আছিফুর রহমান শাহীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *