যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুদ গ্রেপ্তার
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী টেক্সটাইল এলাকায় ১৬ বছর আগে সৈয়দ নুরুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মার্চ) পাঁচলাইশ থানার মাইজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার মাসুদ একই এলাকার আবুল হোসেন বাড়ির মো. আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মো. আরিফ হোসেন পূর্বকোণকে বলেন, ২০০৭ সালের ২২ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল মোড়ে সৈয়দ নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করে মাসুদ। এ ঘটনার পর সৈয়দ নুরুল ইসলামের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। দীর্ঘ ১৭ বছর সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে পরববর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল হালিম বলেন, এটা ছিল ক্লু-হীন হত্যাকাণ্ড। এ ঘটনায় এর আগেও মাসুদসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে এই মামলার কি অবস্থা আমার জানা নেই।