চট্টগ্রামরাউজান

রাউজানে পাঁচ প্রার্থীর কুশল বিনিময়ের ব্যতিক্রমী দৃশ্য

চট্টগ্রাম: বেশিরভাগ সংসদীয় আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগ, হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শন, ভাঙচুরসহ দ্বন্দ্ব-বিদ্বেষ থাকলেও রাউজানে দেখা গেল উৎসবের আমেজ। একসঙ্গে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিমুখে কুশল বিনিময় করেছেন।

আহ্বান জানিয়েছেন ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের। বুধবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরঘাটায় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগরত চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের প্রার্থীরা একসঙ্গে মিলিত হন। চারবার নির্বাচিত সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিক এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম (ট্রাক), জাতীয় পার্টি (জিএম কাদের)’র মনোনীত প্রার্থী সফিকুল উল আলম চৌধুরী (লাঙল), তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালি আঁশ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী স ম জাফর উল্লাহ (চেয়ার) কুশল বিনিময় করেন। তারা নির্বাচনে পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উত্তর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন আকবর, জাহাঙ্গীর আলমসহ দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে কয়েকশ’ মানুষ।

এ প্রসঙ্গে জানতে চাইলে নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী বাংলানিউজকে বলেন, আমাদের মধ্যে বিদ্বেষ নেই। ভোট চাওয়ার অধিকার সব প্রার্থীর আছে। আমি চাই সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে রাউজানে ভোট হোক। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *