পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ শুরু

সারাদেশের ন্যায় রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব শুরু হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় আমানতবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১০টায় রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই প্রদান উৎসবের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, এডিপিইও মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী, সদর উপজেলা শিক্ষা অফিসার কৌশিক চাকমা, স্কুলের প্রধান শিক্ষকগণসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকরাম উল্লাহ চৌধুরী জানান, এ বছর জেলায় প্রাথমিক পর্যায়ে বাংলা ভার্সনে ৩ লক্ষ ৮৬ হাজার ৭৮৯টি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৬৩ হাজার ৪ শত ৬৮টি বই বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *