চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে মোটরসাইকেলসহ ৮ চোর গ্রেপ্তার

চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া, আমিরাবাদসহ বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশ।

রবিবার (৭ এপ্রিল) মো. ওমর ফারুক প্রকাশ তারেককে গ্রেপ্তারের পর পুরো চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হল- রাউজানের মো. ওমর ফারুক প্রকাশ তারেক, ব্রাহ্মণবাড়িয়ার আমির হোসেন, রাঙামাটির রীতিময় চাকমা, হাতিয়ার মো. জুয়েল উদ্দিন, চট্টগ্রামের মো. এরশাদ, মো. শহিদুল ইসলাম, মো. শাহেদ হোসেন ও মো. কালু।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছি রাঙামাটিতে মোটরসাইকেল চুরি হচ্ছে। এ অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই। অভিযানে চোর চক্রের সদস্যদেরও আটক করি। তারই ধারাবাহিকতায় আমরা দেশের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙামাটি থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ আট চোরকে গ্রেপ্তার করি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, মো. শহীদ ও সাহেদের নামে রাঙামাটি কোতোয়ালী থানায় ইতিপূর্বে চুরির ঘটনায় পাঁচটি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, রাঙামাটিতে দিনে ও রাতে আলাদা মোটরসাইকেল চোর চক্র রয়েছে। রাঙামাটির ছেলে রীতিময় দুটি গ্রুপকে সহায়তা করে। গ্রুপগুলো শুক্রবার পাহাড়িকাসহ বিভিন্ন গাড়িতে রাঙামাটি আসে। পরে রীতিময়সহ সকলে বিভিন্ন এলাকায় মোটরসাইলেকগুলো রেকি করে শনিবার চুরি করে নিয়ে যায়। আমরা এ চোর চক্রকে পুরোদমে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *