রাঙ্গুনিয়ায় সড়ক সংস্কারে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ধামাইরহাট-রাজারহাট সড়কের কালভার্ট সংলগ্ন অংশ সম্প্রতি বন্যায় বিধ্বস্ত হওয়ায় যানবাহন ও মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
উপজেলা প্রশাসনের তৎপরতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে রোববার (২৫ আগস্ট) সড়কের বিধ্বস্ত অংশ সংস্কার করা হয়। সংস্কার কাজে স্থানীয় জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন। এতে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক সংস্কার কাজে স্থানীয় যুবক, ছাত্র, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রম দেন।
উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, সড়কের স্থায়ী সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। পারুয়া ডিসি সড়কের সংস্কার কাজও সম্পন্ন হয়েছে। ইসলামপুরেও শিগগিরই বিধ্বস্ত সড়ক সংস্কার করা হবে।