জাতীয়

রানিকে নিয়ে ঢাকায় ভুটানের রাজা

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। তার সাথে এসেছে রানি জেৎসুন পেমা। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টা ১২ মিনিটে ড্রুক এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠনের পর কোনো রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর। পরিবারের সদস্যরা ছাড়াও ভুটানের রাজার সফরসঙ্গী হয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্য ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রায় এক যুগ পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের রাজা। পাশাপাশি উচ্চপর্যায়ের বেশ কিছু বৈঠকেও অংশ নেবেন তিনি।

এই সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে পৃথক বৈঠক করবেন রাজা ওয়াংচুক। এছাড়া স্বাক্ষর হতে পারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগসহ অন্তত ৩টি সমঝোতা স্মারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *