পার্বত্য চট্টগ্রাম

রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

খাগড়াছড়ির রামগড় বাজার ও সোনাইপুল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফল ও মুদি দোকানিদের সর্তক করা হয়েছে। এ সময় এক দোকানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

বুধবার (১৩ মার্চ) বেলা ১২টার সময় রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মুদি দোকান ও ফল দোকানে বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ‘কৃষি বিপণন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় সোনাইপুল বাজারে জসিম স্টোরের মালিক জসিম উদ্দিনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরোপিত অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করায় তাকে সতর্ক করে মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, ‘বাজার মূল্য নিয়ন্ত্রণ ও সঠিক পণ্য সরবরাহে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *