পার্বত্য চট্টগ্রাম

রামগড়ে ৫শ কৃষক পেলো বিনামূল্যের বীজ ও সার

খাগড়াছড়ির রামগড়ে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফসী) আবাদ বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সানাউল্লাহ্ হক এর সঞ্চালনা স্বাগত ব্যক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ১ নম্বর রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার তছলিম উদ্দিন বাহার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও সাংবাদিকরা।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলা ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৫০০ জন কৃষকের মাঝে ধানের বীজ সহ কৃষক প্রতি ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমপিও সার বিনামূল্যে বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *