রাস্তা ও নালায় ময়লা-আবর্জনা ফেলায় জরিমানা
রাস্তা ও নালায় ময়লা-আবর্জনা ফেলার সময় হাতেনাতে ধরে এক জনকে পরিবেশ সংরক্ষণ আইনে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তিনি উপস্থিত জনসাধারণ ও দোকান মালিকদের নালা নর্দমায় ময়লা আবর্জনা না ফেলার ব্যাপারে সর্তক করেন ।
এছাড়াও নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ফইল্যাতলি বাজারে ট্রেড লাইসেন্সবিহীন দোকান পরিচালনা করায় ০১ টি মুদি দোকানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা এবং ডায়না রেস্তোরাকে লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সব দোকানদারকে লাইসেন্স সংগ্রহ ও নবায়ন করার জন্য পরামর্শ ও সর্তক করে দেয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, নগরীর নালা ও খালে অবাধে পচন ও অপচনশীল বর্জ্য নিক্ষেপ করার ফলে জলাবদ্ধতা বাড়ছে । এর জন্য জনগণের সচেতন হওয়াও জরুরি। এরই অংশ হিসেবে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা, সতর্কতামূলক ক্যাম্পেইন আয়োজনও ব্যানার স্থাপন করছি। জনস্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।