খেলা

লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে টাইগার একাদশ

নিজেদের প্রিয় ফরম্যাট, নিজেদের লাকি গ্রাউন্ড আর সবচেয়ে বড় প্রতিপক্ষ। ২০২৪ সালে ওয়ানডে ফরম্যাটে নিজেদের যাত্রা শুরু করতে এরচেয়ে বড় কিছু হতে পারে না বাংলাদেশের জন্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বরাবরই টাইগারদের পয়া ভেন্যু। এই মাঠে টিম টাইগার্সের রেকর্ড বরাবরই দারুণ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ এই মাঠে বলেই কি না বাড়তি এক প্রেরণা পাচ্ছে বাংলাদেশ।

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। আগের দিনই একাদশ নিয়ে কিছুটা আভাস দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এই ম্যাচে একাদশ সাজাতে কিছুটা চিন্তায় পড়তে হতে পারে টাইগার অধিনায়ককে।

কারণটাও বেশ স্পষ্ট। লঙ্কা সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছে প্রতিষ্ঠিত চার ওপেনার। তার মধ্যে কে খেলবেন কে খেলবেন না সেটা নিয়ে অনিশ্চয়তা। যদিও লিটস দাস থাকছেন নিশ্চিত। অন্যদিকে কে থাকবেন সেটা গতকাল সংবাদ সম্মেলনে শান্ত নিজেও খোলাসা করেননি। বলছিলেন, ‘এখন এটা বলতে চাইছি না। দলের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে।’
তবে সৌম্য সরকারকে নিয়ে যেন কিছুটা আশাবাদী শোনাল শান্তকে। নতুন টাইগার অধিনায়কের ভাষ্য, ‘অনেক দিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল (সৌম্য), একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে।’

ওপেনিংয়ে তাই লিটন-সৌম্যকে দেখতে পাওয়া প্রায় নিশ্চিত। শান্ত নিজে থাকবেন এরপর। মুশফিক, হৃদয় এবং রিয়াদের খেলাও প্রায় নিশ্চিত। মিরাজের পাশাপাশি স্পিনার থাকতে পারেন রিশাদ। তিন পেসার হিসেবে শরিফুল, তাসকিন এবং মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *