চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

লোকালয়ে নেমে আসছে ‘বিপন্ন’ লজ্জাবতী বানর

রাঙামাটিতে একের পর এক বিরল প্রজাতীর লজ্জাবতী বানর লোকালয়ে নেমে আসছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এসব লজ্জাবতী বানর। বন কর্মকর্তারা বলছেন, বৃষ্টির মৌসুমে এ ধরনের বন্যপ্রাণী লোকালয়ে নেমে আসে। এটি স্বাভাবিক ঘটনা।

সোমবার রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুন পাড়ার একটি বাসা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেন বনকর্মীরা। একইদিন সন্ধ্যায় এটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, লোকালয়ে ধরা পড়া বন্যপ্রাণীগুলো উদ্ধার করে আবারো বনে অবমুক্ত করা হচ্ছে। বৃষ্টির মৌসুমে সাপ, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *