চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

অনির্দিষ্টকালের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক ইউপিডিএফের

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতাকে হত্যার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক দিয়েছে সংগঠনটি।

বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফের পানছড়ি শাখার সংগঠক অপু ত্রিপুরা বলেন, ‘প্রশাসনের আশ্বাসের পরও বিপুল, সুনীল, লিটন, রুহিনের খুনিদের গ্রেপ্তারে ও আইনানুগ পদক্ষেপ গ্রহণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আজ মঙ্গলবার থেকে ফের পানছড়ি বাজার বয়কট করা হয়েছে। আশা করি, আগের মতো জনগণ আমাদের এ বয়কটের সিদ্ধান্ত মেনে নেবে।’

গত বছরের ১১ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সহসভাপতি লিটন চাকমা (২৯), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা (২৯) ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯) নিহত হন। এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করলেও অস্বীকার করে সংগঠনটি। এ ছাড়া গত ২৪ জানুয়ারি মহালছড়িতে সংগঠনটির আরও দুই সদস্য গুলিতে নিহত হন।

চার নেতার হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে গত বছরের ১৫ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট করে পাহাড়িরা। পরে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাজার বয়কট কর্মসূচি সাময়িক স্থগিত করেছিল ইউপিডিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *