লোহাগাড়ায় কালবৈশাখীর তাণ্ডব, বিদ্যুৎ নেই অনেক এলাকায়
চট্টগ্রামের লোহাগাড়ায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সোমবার (৬ মে) দুপুর থেকেই শুরু হওয়া ঝড় প্রায় দুই ঘণ্টা চালায় তাণ্ডব। উপজেলার সড়ক-মহাসড়কের বিভিন্ন অংশে গাছ ভেঙে পড়ে যানচলাচল ব্যাহত হয়।
বাতাসে অনেক জায়গায় গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
আধুনগর ইউনিয়নের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, কালবৈশাখীর ঝড়ো হাওয়ায় কাঁচা ঘর-বাড়ির টিনের চালা উড়ে গেছে। এছাড়াও আমার বাগানের আম, লিচুসহ মৌসুমি ফল বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, ‘ঝড়ে চুনতিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি গাছ ভেঙে পড়ে। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ভেঙে পড়া গাছ সরিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ শাহজাহান একুশে পত্রিকাকে বলেন, ‘ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে খুঁটি ভেঙে পড়েছে। অনেক স্থানে তার ছিঁড়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। কখন বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। আমরা বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য কাজ চালাচ্ছি।’