চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় ৩ ‘ভুয়া পুলিশকে’ গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন তিন ব্যক্তি।

মঙ্গলবার (১১ জুন) রাত ৯ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিহাটে এই ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, পুলিশের লোগো সম্বলিত টিস্যু বক্স ও একটি ফাইল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন- চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার বহদ্দার বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক চৌধুরী (৩৪), মহিউদ্দিন (২৬) ও মৃত মো. ইদ্রিসের ছেলে মো. ইলিয়াছ বাবুল (৫৪)।

ভুক্তভোগী সিএনজি অটোরিকশাচালক মো. মনছুর মিয়া বলেন, ‘ঘটনার দিন রাতে তারা আমার কাছ থেকে পুলিশ পরিচয়ে লাইসেন্স খোঁজ করেন। পরে ৪ বছরের সাজার ভয় দেখিয়ে ৩ হাজার টাকা দিতে বললে আমি ভয় পেয়ে পকেটের সব টাকা তাদের দিয়ে দেই।’

অপর ভুক্তভোগী মো. ইসমাইল বলেন, ‘পুলিশ পরিচয়ে তারা আমাকে নিয়ে পদুয়া বাজারে একটি ফলের দোকানে যায়। সেখানে বাজার করে টাকা উল্টো আমাকে দিতে বলে। আমি ওই দোকানের মালিককে তাদের কাছ থেকে টাকা নিতে বলি। এসময় প্রতারকরা নিজেদের পুলিশের সদস্য পরিচয় দিয়ে মহাসড়কে সিএনজি অটোরিকশা ধাওয়া করলে দোকানদারও তাদের পিছনে টাকার জন্য যায়।’

তিনি আরও বলেন, ‘একপর্যায়ে ঘটনাস্থলে লোক জড়ো হয়ে তাদেরকে পুলিশের পরিচয়পত্র দেখাতে বলে। পরে তারা পুলিশের পরিচয়পত্র দেখাতে না পারলে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়।’

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। পরে থানায় এনে যাচাই-বাছাই করলে তারা পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেন। আটক তিন প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *