শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’
গত ১২ ডিসেম্বর এফডিসিতে শুরু হয় ‘রাজকুমার’–এর শুটিং। শুটিংয়ে অংশ নেন শাকিবের আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। তিন দিন শুটিং করে নিজ দেশে ফিরে যান কফি।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব খানের পেজ থেকে কোর্টনি কফির পরিচয় জানিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়।
যেখানে কফি বলেন, আমি কোর্টনি কফি। রাজকুমার সিনেমার নায়িকা। যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠেছিলাম বারবার মনে হচ্ছিল অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখানে সবকিছু এতো সুন্দর ছিল। আমি যা ভেবেছিলাম মনে হচ্ছে তার থেকেও বেশি সুন্দর।
তিনি আরও বলেন, সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে এতোকিছু জানতাম না। শাকিব খানের জন্মদিনে হিমেল ও আমি অংশ নেই। এমনকি শাকিব খান যে এত বড় স্টার এটাও জানতাম না। তার সাথে আমার দুর্দান্ত কাজ হয়েছে। আমার আমেরিকার বন্ধুরা বিশ্বাস করতে পারছে না সিনেমাটি আমি করছি।
শাকিব খান প্রসঙ্গে কফি বলেন, শাকিব খান বাংলাদেশের জন্য টম ক্রুজ। টম ক্রুজের মতোই জনপ্রিয় সে। শাকিব খুবই প্রফেশনাল, কাজে মনোযোগী, সহ শিল্পী হিসেবে একেবারে পারফেক্ট এবং শুটিংয়ে সে খুবই মজার মানুষ ছিল। তার সঙ্গে পুরো কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল।