চট্টগ্রাম

শিশু ধর্ষণের সময় হাতেনাতে ধরা সিএনজি অটোরিকশা চালক

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার সময়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে এক সিএনজি অটোরিকশা চালক। অরুন দত্ত (২৩) নামে ওই সিএনজি অটোরিকশা চালককে পরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

রবিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কৈখাইন গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অরুন দত্ত চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা গ্রামের নুনিয়া দত্তের ছেলে। দুই বছর আগে প্রেম করে বিয়ে করে চাতরী চৌমুহনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে।

শিশুটির বাবা বলেন, ‘আমার ১২ বছরের বয়সী মেয়ে বাড়ির পাশের দোকান থেকে নাস্তা আনতে বের হয়। কিছুক্ষণ পর সে না আসায় তাকে খুঁজতে বের হই আমি। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বেড়িবাঁধের পাশে দেখতে পাই অরুন দত্ত আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অরুন দত্তকে ধরলে সে অপরাধের কথা স্বীকার করে। তাই আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর বলেন, ‘আমি অরুন দত্তকে মেয়েটির পিছু নিতে দেখি, তারপর একটু পর দেখতে পাই নির্জন জায়গায় অরুন দত্ত মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করছে। এ অবস্থায় স্থানীয়রাসহ অরুন দত্তকে ধরে ফেলি।’

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে, অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *