চট্টগ্রাম

সন্তানের প্রতি অভিভাবকদেরও যত্নশীল হতে হবে-এমপি নজরুল

পড়াশোনার জন্য শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলে চলবেনা, অভিভাবকদেরও যত্নশীল হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার (১৩ নভেম্বর) সকালে চন্দনাইশের কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন, বিদ্যালয়ের সার্বক্ষণিক বিদ্যুতায়নে জেনারেটর সংযোগ, ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমপি নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে এই সরকার নিরলস কাজ করছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই পাচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখার খরচের হিমশিম দূর করতে উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞান ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান আজাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, প্রধান শিক্ষক সমীর কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আলমগীর মেম্বার, আবদুল হাকিম মেম্বার, মোঃ রমজান আলী, মহিলা সদস্য রোকেয়া বেগম, শিক্ষক প্রতিনিধি ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অপনিতা চৌধুরী প্রমুখ।

এসময় জনপ্রতিনিধি, গণ্যমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *