চট্টগ্রামসন্দ্বীপ

সন্দ্বীপে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে জনসমুদ্র

চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল জনসভায় যোগ দিতে বুধবার (৩ জানুয়ারি) দুপুর থেকে দল বেঁধে আসছেন মানুষ। জনসভাস্থল পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌনে ৩ টার দিকে মানুষে মানুষে পূর্ণ হয়ে উঠেছে।

‘জয় বাংলা’, ‘নৌকা নৌকা’সহ বিভিন্ন স্লোগানে ব্যানার আর বিভিন্ন আকারের নৌকা নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হন জনসভাস্থলে। এই জনসভা উপলক্ষে সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়েছেন।

সেইসঙ্গে বুধবার দুপুর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে আশপাশের এলাকা। বুধবার বিকেলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলা ও ১টি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

এর আগে গত ২০ ডিসেম্বর সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এদিন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের পর জনসভায় বক্তব্য দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *