সব বস্তিতে অগ্নিনির্বাপক রাখতে হবে: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অগ্নিকাণ্ডে প্রাথমিক ব্যবস্থা নিতে বস্তিবাসীকে প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ থাকলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। এছাড়া সব বস্তিতে পর্যাপ্ত ফায়ার হাইড্রেন্ট ও অগ্নিনির্বাপক রাখতে হবে।
রাজধানীর তেজগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোল্লাবাড়ি বস্তি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। মেয়র আতিক বলেন, মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া যারা বিশেষ চাহিদাসম্পন্ন তাদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি আরো বলেন, এটি একটি ব্যক্তি মালিকানাধীন বস্তি। এখানে নিম্ন আয়ের মানুষের বসবাস। আগুনে প্রায় সবগুলো ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার ও কম্বলের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগে। এ বস্তিতে প্রায় ৩০০ পরিবার বাস করে। এদের বেশিরভাগই কারওয়ান বাজারে মাছ কাটেন, দিনমজুরের কাজ করেন। গভীর রাতে অগ্নিকাণ্ড টের পেয়ে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।