চট্টগ্রামরাজনীতি

সমৃদ্ধ এলাকা গড়ার স্বপ্ন নিয়ে মোতালেবের ইশতেহার

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব বলেছেন, জনগণের যানমালের নিরাপত্তা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। যাতে তরুণ ও যুব সমাজ খারাপ পথে ধাবিত না হয়।

সাতকানিয়া-লোহাগাড়ায় ভারী ও মাঝারি আধুনিক শিল্পাঞ্চল গড়ে তোলে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। সর্বোপরি উন্নত ও সমৃদ্ধ এলাকা গড়তে আমি নির্বাচনে অংশ নিয়েছি। সাতকানিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডস্থ সাতকানিয়ার প্রধান নির্বাচনী কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের ইশতেহার উপস্থাপন ও ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে ঈগল প্রতীকে জনগণের কাছে ভোট চেয়ে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব বলেন, আমি সংসদ সদস্য হতে চাই, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। নির্বাচিত হলে পরিকল্পিত যোগাযোগ অবকাঠামো, মহাসড়ক সম্প্রসারণ, ফ্লাইওভার, আন্ডারপাস ও এক্সপ্রেসওয়ে নির্মাণ করে অভ্যন্তরীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন করা হবে। কৃষি ও কৃষকের সর্বক্ষেত্রে উন্নয়ন, রেমিটেন্স যোদ্ধাদের পৃথক হেল্পডেস্ক স্থাপন, উন্নত ও বিনামূল্যে ওষুধ ও ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু এবং ডলু ও সাঙ্গু নদীর ভাঙন রোধে সুরক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

বৈষয়িক লাভের আশায় জনসেবায় নামেননি উল্লেখ করে মোতালেব বলেন, চুনতি অভয়ারণ্যকে সুসজ্জিত ও সুরক্ষিত, নতুন ইকো পার্ক গড়া, বর্জ্য ব্যবস্থাপনার নতুন প্রকল্প গ্রহণ, সাতকানিয়া আদালতের নতুন ভবন স্থাপন, বিনামূল্যে আইনি সহায়তা ও সালিশ-বিচারে হয়রানি বন্ধ, বিশুদ্ধ পানির জন্য ওয়াসার আদলে নতুন প্রকল্প গ্রহণ, সৌন্দর্য্য বর্ধনে সড়ক ডিজাইন, আধুনিক ট্রাফিক ব্যবস্থা করে ভ্রমণ পিপাসুদের জন্য সাতকানিয়া-লোহাগাড়াকে নিরাপদ ও সুন্দর, দুই উপজেলায় শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ, শিশু ও চিত্তবিনোদন পার্ক, ওয়াকওয়ে ও ফুটপাত স্থাপন করে তরুণ ও যুবকদের মাদক নয়-ক্রীড়ামুখী সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তোলা হবে।

অস্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে নিরলস কাজ করবে উল্লেখ করে মোতালেব বলেন, প্রশাসনের সকল দপ্তরে মনিটরিং, দুর্নীতিমুক্ত, স্মার্ট বাংলাদেশ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’এ স্লোগানকে ধারণ করে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান ও হাইটেক পার্ক নির্মাণ করে তরুণ যুবদের কর্মস্থান সৃষ্টি করা হবে। পৌর এলাকায় সড়কসহ সকল অবকাঠামোর উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন, টপসয়েল কেটে ফসলি জমি বিনষ্ট এবং নদী ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *