চট্টগ্রামসীতাকুন্ড

সরকারি চাকরিতে থেকেও প্রার্থী হওয়া সালাউদ্দিন বরখাস্ত

চাকরির তথ্য গোপন করে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া স্বাস্থ্য সহকারী মোহাম্মদ সালা উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রার্থিতা বাতিল করে ইতোমধ্যে তাকে এক লাখ টাকা জরিমানা করেছে আপিল বিভাগ। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এক আদেশে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত সালাউদ্দিনকে বরখাস্তের আদেশ দেন।

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের নড়ালিয়া গ্রামের নুর সোলায়মানের ছেলে সালা উদ্দিন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। মনোনয়নপত্রে সরকারি চাকরির তথ্য গোপন করে তিনি নিজের পেশা লিখেছিলেন ব্যবসা।

শুরুতে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় প্রার্থিতা বাতিল হলেও উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়ে রকেট প্রতীকে ভোটের প্রচারে নেমেছিলেন সালা উদ্দিন। কর্মক্ষেত্রে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় নোটিস দেওয়া হয়েছিল; কিন্তু তিনি জবাব দেননি।

সরকারি চাকরিতে থেকে প্রার্থী হওয়া সালাউদ্দিন বরখাস্ত সরকারি কর্মচারী হয়েও ভোটে নামার বিষয়টি জানাজানি হওয়ার পর সালাউদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেয় জেলা সিভিল কার্যালয়। পরে তার প্রার্থিতা বাতিল করে তাকে এক লাখ টাকা জরিমানা করে আপিল বিভাগ। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী বিভাগীয় মামলা শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *