চট্টগ্রাম

সাংবাদিক সেলিম উল্লাহকে মারধর, গ্রেপ্তার ৭

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হলেন চ্যানেল ২৪-এর ভিডিও সাংবাদিক সেলিম উল্লাহ।

রবিবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার মসজিদের সামনে তাকে মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে সাংবাদিক সেলিম উল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, রবিবার রাতে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় প্রথমে সাদ্দাম নামের একজন এসে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপর তিনি বলেন, ‘তোরা সাংবাদিকেরা বেশি বিরক্ত করছ।’ পরে ১৫-১৬ জন এসে সেলিমকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় তাকে ছুরি দিয়ে হত্যার চেষ্টাও করে ওরা।

সেলিম উল্লাহ বলেন, ‘হামলায় জড়িতরা সবাই সিটি করপোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের অনুসারী।’

এই ঘটনায় রবিবার রাতে তিনি বাদী হয়ে সাতজনের নামসহ আরও অচেনা আটজনকে আসামি করে ডবলমুরিং থানায় মামলা করেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, ‘এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— মো. ফখরুল ইসলাম (২৩), ইরফান (২০), মাহিন (২৫), জুবায়েদ আলী (১৯), মো. মোসাদ্দেক হোসেন (১৯), মো. রফিক (৩৫) ও বিল্লাল বেপারি (২৮) ‘

এদিকে প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন দাবি করেছেন, সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতরা তার অনুসারী নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *