সাতকানিয়ায় মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক খুঁটির ও রাস্তার পাশে মাটি কাটায় দু’জনকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ মে) উপজেলার এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় ভাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি বৈদ্যুতিক খুঁটি ও রাস্তার পাশে মাটি কাটার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে কিরণ সিকদারকে এক লাখ টাকা ও আহমদ কবিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, অবৈধভাবে মাটি কাটায় দুইব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।