চট্টগ্রামবাঁশখালী

বাঁশখালীতে কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস বিক্রির অপরাধে একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৭ মার্চ) দুপুরে শামান্তা মোবাইল সিএনজি ফিলিং স্টেশন নামে ওই স্টেশনটি বন্ধের নির্দেশ দিয়ে জব্দ করা হয়েছে কাভার্ডভ্যানটিও।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে উপজেলার পিএবি প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া পুরাতন ব্রিক ফিল্ড সংলগ্ন মাঠের পাশে এই অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নিয়েছিলেন বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন ও এস আই নুর মোহাম্মদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন, এ ধরনের খোলা গ্যাস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। তারা লাইসেন্স বিহীন অবৈধভাবে ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাডভ্যানে গ্যাস বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বৈধ কাগজপত্র প্রদর্শন না করা পর্যন্ত স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *