চট্টগ্রামসীতাকুন্ড

সীতাকুণ্ডে ডেবার পাড় ভাঙ্গন রোধে ব্যবস্থার আশ্বাস ইউএনওর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী রেলওয়ে ডেবা দিঘীর পাড় ভেঙে মসজিদ ও সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন পাঞ্জেরী। এতে দিঘীর পাড় ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলাম।

রবিবার (২৫ আগস্ট) বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)সঙ্গে দেখা করেন পাঞ্জেরীর নেতৃবৃন্দ। এ সময় পাঞ্জেরীর দাবির সঙ্গে একমত পোষণ করে এ আশ্বাস দেন ইউএনও।

পাঞ্জেরীর সভাপতি মো. ইফতেখার উদ্দিন বলেন, ‘রেলওয়ে ডেবা দিঘী সীতাকুণ্ডের একটি ঐতিহ্য। শত বছর ধরে এই দিঘী সীতাকুণ্ডের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শুকনো মৌসুমে অগণিত মানুষের পানির যোগান দিয়ে আসছে। দিঘীর চারপাশ যেভাবে ভাঙ্গা শুরু হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই এটির অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিঘির পশ্চিম পাড়ে গুরুত্বপূর্ণ সড়ক ও পূর্ব পাড়ে একটি মসজিদ রয়েছে। দিঘীরপাড় ভাঙ্গার কারণে মসজিদ ও সড়কটিও হুমকির সম্মুখীন। যেকোনো মুহূর্তে মসজিদ ও সড়কটি ভাঙ্গা শুরু হবে। তাই এটি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাবি জানিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, ‘রেলওয়ে ডেবা দিঘীরপাড় সংস্কারের দাবি নিয়ে এসেছিলেন একটি সংগঠনের নেতৃবৃন্দ। তাদের লিখিত আবেদন দিতে বলা হয়েছে। যেহেতু দিঘীটি রেলওয়ের সম্পত্তি; তাই আবেদন পাওয়ার পরে রেলওয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সামাজিক সংগঠন পাঞ্জেরীর সভাপতি মো. ইফতেখার উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন আবুল বশর, মহিউদ্দিন বেলাল, আবুল হাশেম, মো. আবুল কালাম, মো. সোহেল, নিয়াজ, মো. রাহাত, তানবির আকিব, তাহসিন মাহমুদ, ইলিয়াস হোসেন এবং মো. জামশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *