চট্টগ্রামরাজনীতিসীতাকুন্ড

সীতাকুণ্ড আ’লীগ সভাপতির বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার বাড়ির গেটের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

উপজেলার মুরাদপুর ইউনিয়নে গোলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সেখানে পুলিশ অবস্থান করছে।

আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘আমি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং সারাজীবন থাকবে। তিনি এ আসনে যাকে নৌকার মাঝি করেছেন, তাকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি, নৌকা যার আমি তার। আমি নৌকা প্রতীকের বিজয়ে কাজ করে যাবো। তবে দুঃখজনক বিষয় সীতাকুণ্ড আসনে যিনি নৌকা প্রতীক পেয়েছেন, তার সমর্থনে আনন্দ মিছিল করেছে। মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে তার কর্মী-সমর্থকরা আমার বাড়ির গেটের সামনে ১০-১২টি ককটেল নিক্ষেপ করেন।’

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ির সামনে কে বা কারা ককটেল ছুড়ে মারলে এগুলো বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হননি। ঘটনাস্থলে পুলিশ আছে।

তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *