সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে ‘এক টাকায় বাজার’
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গুইমারা সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ‘এক টাকায় বাজার’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা কলেজ মাঠে অভিনব এ বাজারের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
এক টাকার এ বাজার থেকে ৫ উপজেলার অন্তত ৬০০ পরিবার পণ্য সংগ্রহ করেছে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগি, কাপড়, শিক্ষা উপকরণসহ ১৯ ধরনের পণ্য। এ বাজার থেকে প্রত্যেকে ইচ্ছামতো সাতটি পণ্য বাছাই করে নিয়েছেন। এছাড়া ১০টি পরিবারকে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামালসহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিনসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।