চট্টগ্রাম

হকার-পুলিশের সংঘর্ষে আহত চসিক কর্মকর্তা

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ‘গুলিবিদ্ধ’ হয়েছেন এক হকার। এছাড়া একাধিক হকার, পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তদারকি কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন পথচারী বলেন, ‘ফুটপাতে বসা কয়েকজন হকারকে তুলে দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে।’

জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের ব্যস্ততম নিউমার্কেট-স্টেশন রোডের উভয়পাশ ‘হকারমুক্ত’ রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু উচ্ছেদের তিনদিন না যেতেই আবারও হকারদের দখলে চলে যায় ফুটপাত। সেই খবরে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করতে যান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তারা।

ওই সময় ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ায় সেগুলো উচ্ছেদ করে চসিকের গাড়িতে তোলা হচ্ছিল। উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি কর্পোরেশনের টিমকে বাধা দেন হকাররা। পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, ‘হকারদের হামলায় পুলিশসহ আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের কাছে হামলার ফুটেজ আছে। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’

তবে হকারদের দাবি, পুলিশ তাদের ওপর ‘গুলি’ চালিয়েছে। একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন তারা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের ফোর্স ঘটনাস্থলে আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *