চট্টগ্রাম

১৪৪৪ টাকায় আনা এলাচ ৪৪৫০ টাকায় বিক্রি!

প্রতিকেজি এলাচ আমদানিতে খরচ ১ হাজার ৪৪৪ টাকা। সেই এলাচের স্লিপ পাইকারিতে বিক্রি হয়েছে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত।

বুধবার (৫ জুন) ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের এবি ট্রেডার্সে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে আসে।

অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ।

রানা দেবনাথ জানান, জানুয়ারি থেকে এবি ট্রেডার্সের আমদানি ও বিক্রির নথিপত্র দেখিছি আমরা। সর্বশেষ যে এলাচ এনেছে তাতে ১২০ টাকা ডলারের মূল্য ধরলে খরচ পড়ে ১ হাজার ৪৪৪ টাকা। প্রথম দিকে তারা ১ হাজার ৮৫০ টাকায় প্রতিকেজি এলাচ বিক্রি করতো। ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে ৪ হাজার ৪৫০ টাকা পর্যন্ত বিক্রির স্লিপ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি একই সঙ্গে আমদানিকারক আবার পাইকারি বিক্রেতাও। ঈদুল আজহাকে সামনে রেখে এলাচের বাজারে অস্থিরতা তৈরি করছে একটি চক্র।

তিনি জানান, একই অভিযানে সুলতান ট্রেডার্সে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা এবং আল আমানত ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *