দেশজুড়ে

২০২৩ সালে র‍্যাবের হাতে গ্রেপ্তার ১২০ জঙ্গি

ঢাকা: র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, গত ২০২৩ সাল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধারসহ ১২০ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।

তিনি বলেন, ২০২৩ সালে ১২০ জন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে জঙ্গি আত্মসমর্পণে বিশেষ উদ্যোগ ‘র্যাব ডি রেডিক্যালাইজেশন ও রিহ্যাবিলিটেশন’ কর্মপরিকল্পনা নেয়। এতে নয় জঙ্গি সদস্য র্যাবের কাছে আত্মসমর্পণ করেছে।

শুধুমাত্র অভিযান নয়, জঙ্গিবাদবিরোধী জনমত গড়তে ও জনসম্পৃক্ততা অর্জনে র‌্যাব ব্যাপক প্রচার-প্রচারণা করেছে। পাশাপাশি জঙ্গিদের অর্থের উৎস এবং অস্ত্র ও বিস্ফোরক প্রাপ্তি বন্ধ করতেও র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, জঙ্গিবিরোধী কার্যক্রম অব্যাহত রাখায় বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের দুই হাজার ৯৯৯ জন সদস্যকে র‌্যাব গ্রেপ্তার করেছে।

জঙ্গিদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খন্দকার আল মঈন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *