পার্বত্য চট্টগ্রাম

৪ ইউপিডিএফ সদস্য হত্যা, পানছড়ি বাজার বয়কট শুরু

ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চারজনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি বাজার বয়কট কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে ইউপিডিএফের ডাকে এক মাসের জন্য বাজার বয়কট করার কথা বলা হয়।

এদিকে বাজার বয়কটের কারণে পাহাড়িরা বাজারে আসছেন না। এর ফলে বাজারে বেচাকেনা কমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এর আগে ২০১৮ সালেও পানছড়ি বাজার বয়কট করেছিল আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ।

উল্লেখ্য, গত সোমবার (১১ ডিসেম্বর) জেলার পানছড়ির দুর্গম অনিলপাড়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে চার ইউপিডিএফ সদস্য নিহত হন এবং তিনজনকে অপহরণ করা হয়। পরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে অপহৃতদের উদ্ধার করেছে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *