৮২০ টন কয়লা নিয়ে ডুবলো কার্গো জাহাজ
যশোরে ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা ছিল।
শুক্রবার বিকেলে জেলার অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া কার্গোটি কয়লা আমদানিকারক মেসার্স শেখ ব্রাদার্সের, নাম এমভিআর রাজ্জাক।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে কয়লা ছোট কার্গো জাহাজ এমভিআর রাজ্জাকে লোড করা হয়। গত ৯ ডিসেম্বর সকালে কার্গো জাহাজটি হাড়বাড়িয়ায় থেকে রওনা দিয়ে ১১ ডিসেম্বর বিকেলে অভয়নগর উপজেলার দেয়াপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙ্গর করে।
কার্গোটির মাস্টার মো. মুরাদ হোসেন জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নদে ভাটা ছিল। এসময় কার্গো জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজে পানি উঠতে থাকে। কার্গো জাহাজটি আস্তে আস্তে নদের পানিতে ডুবে যেতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে কার্গো জাহাজটি নদের পানিতে সম্পূর্ণ ডুবে যায়।