দেশজুড়ে

টহলভ্যানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখবে পুলিশের ওয়ারী বিভাগ

ঢাকা: গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত সাড়া দিতে ওয়ারী বিভাগের পুলিশ টহলভ্যানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এরআগে, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইকবাল হোসেন নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকবাল হোসেন বলেন, পুলিশ টহলভ্যানে অগ্নিনির্বাপক যন্ত্র রাখবে, যাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। যাতে হতাহতের ঘটনা ও ক্ষয়ক্ষতি কম হয়।

যানবাহনের ভেতরে পানি, বালি ও অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণের জন্য পরিবহন মালিকদের পুলিশের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ডেমরা, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ওয়ারী ও গেণ্ডারিয়া থানার ভ্যানে ব্যবহারের জন্য ৫০টি অগ্নিনির্বাপক যন্ত্র হস্তান্তর করেছে বেসরকারি সংস্থা ভ্যারিয়েডস বিল্ডার্স লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ভ্যারিয়েডস বিল্ডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিসংযোগকারীরা যখন গাড়িতে আগুন দেয়, তখন পুলিশের কাছে আগুন নেভানো এবং ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা করার কোনো উপায় থাকে না। তাই আমার কোম্পানি ওয়ারী বিভাগ পুলিশের কাছে অগ্নিনির্বাপক যন্ত্র হস্তান্তর করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *