আ.লীগের সভাপতিসহ ১২ নেতাকে অব্যাহতি
নোয়াখালীর বেগমগঞ্জের খানপুরে নৌকায় ভোট দিলে পিষে ফেলতে নির্দেশ দেওয়া বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১২ আওয়ামী লীগ নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দিয়েছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার রাত ৮টায় বেগমগঞ্জ বিসিকের গ্লোব শিল্পগোষ্ঠীর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বেগমগঞ্জ আসনে নৌকার প্রার্থী ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রসিদ কিরন।
তিনি সাংবাদিকদের জানান, ডা. এবিএম জাফর উল্লাহ দলের উপজেলা সভাপতি হয়ে নৌকার বিরুদ্ধে, নৌকার প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে দলের গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন। তাই ডা. জাফর উল্লাহকে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে থেকে এবং আক্তার হোসেন ফয়সালকে চৌমুহনী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি পদে থকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়াও একলাসপুরের চেয়ারম্যান, কাদির পুরণের চেয়ারম্যানসহ আরও ১২ নেতাকর্মীকে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সীদ্ধান্ত অনুযায়ী দল থেকে অব্যাহতি দিয়ে জেলা আওয়ামী লীগের মাধ্যমে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ডা. এবিএম জাফর উল্লাহ বলেন, আমি সভাপতি আমি জানি না কে মিটিং করল কখন করল, কাকে অব্যাহতি দিল? তিনি বলেন আমরা নৌকার বিরুদ্ধে নয় আমরা নৌকার মাঝির বিরুদ্ধে কথা বলছি, তার অন্যায়-অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে, মসজিদের টাকা, হকার্স মার্কেটের টাকা আত্মসাতের বিরুদ্ধে কথা বলেছি।