জাতীয়রাজনীতি

আ.লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে ফের রাজনীতিতে উত্তাপ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২০ দিন পর প্রথমবারের মতো একইদিনে রাজধানীতে কর্মসূচি ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধীদল বিএনপি।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীসহ সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। আর বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর দেশের রাজনীতির চিত্র অনেকটাই পাল্টে গেছে। একদফা কর্মসূচি নিয়ে এগোতে থাকা বিএনপি ওই দিনের পর থেকে রাজনীতির মাঠে অনেকটাই ব্যাকফুটে চলে যায়। গ্রেফতার করা হয় দলটির শত শত নেতাকর্মীকে। ফলে ২৮ অক্টোবরের পর বিএনপি একদফা দাবিতে নানা ধরনের কর্মসূচি দিলেও নেতাকর্মীরা রাস্তায় না নামায় তা সফল করতে পারেনি দলটি। এছাড়াও নির্বাচন প্রতিহত করতে বিএনপি নানা চেষ্টা করেও ব্যর্থ হয়। এতে টানা প্রায় ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীরা অনেকটা হতাশ। তাদের সেই হতাশা কাটাতে রাজপথের কর্মসূচির কোনো বিকল্প দেখছেন না নীতিনির্ধারকরা।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বড় কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। দলটি কিছুটা বিরতি দিয়ে আবার রাজপথে নামছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। ইতোমধ্যে শুক্রবার (২৬ জানুয়ারি) জেলায় জেলায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে দলটি। একই দাবিতে আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীসহ মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

এদিকে বিএনপি যতবারই কর্মসূচি দিয়েছে পাল্টা কর্মসূচি দিতে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। তারা শান্তি সমাবেশের মাধ্যমে রাজপথ দখলে রেখেছে। তাদের দাবি, বিএনপি সুযোগ পেলেই রাজপথে সহিংসতার চেষ্টা করে, জনগণের জানমালের নিরাপত্তা হুমকিতে ফেলে। এই শঙ্কা থেকেই মাঠে তারা।

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে বেশ ফুরফুরে মেজাজে থাকা আওয়ামী লীগ এবারও বিএনপিকে মাঠ ছেড়ে দিতে নারাজ। এজন্য দলটির এবারের কর্মসূচিতেও পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকবে ক্ষমতাসীনরা। এর অংশ হিসেবে আগামীকাল শনিবার রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।

অনেক দিন পর বড় দুটি দলের কর্মসূচি ঘিরে উত্তাপ চড়াচ্ছে রাজনীতিতে। আবার রাজপথে দুই প্রধান রাজনৈতিক শক্তি মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *