রাঙামাটিতে জেন্ডার রেসপন্ডিং এডুকেশন অবহিতকরণ সভা
স্কুলে ঝরে পড়া হার বন্ধ ও বাল্যবিবাহ রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাঙামাটি অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি বলেন, আমরা জানতে পেরেছি অনেক স্কুলে কিছু কিছু মেয়ে শিক্ষার্থী আসছে না। তারা কেন স্কুলে আসছে না সে বিষয়ে শিক্ষকদেরকে তদারকি করার আহ্বান জানান।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে জেন্ডার রেসপন্ডিং এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চিটাগং হিল ট্র্যাক্স প্রকল্পের অবহিতকরণ প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
এ সময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, জেন্ডার রেসপন্ডিং এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চিটাগং হিল ট্র্যাক্স প্রকল্পের চীফ অফিসার মোঃ সাখাওয়াতুল ইসলাম, ব্র্যাক রাঙামাটি জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান, রাঙামাটির জেলা শিক্ষা অফিসার মৃদুল তালুকদার, রানী দয়াময়ী স্কুলের প্রধান অতিথি রনতোষ মল্লিকসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।