রাজনীতি

আজ শহিদ ফারুক দিবস

আজ ৮ ফেব্রুয়ারি শহিদ ফারুক দিবস।
২০১০ সালের এই দিনে পরিকল্পিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, সাম্প্রদায়িক, যুদ্ধাপরাধী অপশক্তি জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ক্যাডাররা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়।
শিবিরের ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যা করে সৈয়দ আমীর আলী হল সংলগ্ন ম্যানহোলের মধ্যে ঢুকিয়ে রাখে।
একইভাবে, শিবিরের ক্যাডাররা বাংলাদেশ ছাত্রলীগের আরও চার কর্মীর হাত পায়ের রগ কেটে দেয় এবং অর্ধশত পুলিশকে পিটিয়ে আহত করে। শহিদ ফারুক হোসেনের আত্মদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার। সেইসাথে, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানায় তাঁর প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
বার্তা প্রেরকঃ মেফতাহুল ইসলাম পান্থ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *