মাতৃভাষার চর্চা ও গবেষণা বাড়াতে হবে : চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, মাতৃভাষা বাংলার চর্চা ও গবেষণা বাড়াতে হবে। একুশ আমাদের সেই বিশ্বাস, যে বিশ্বাস নিয়ে আমরা জাতীয় সব সংগ্রামে লড়াই করে জয়ী হয়েছি। আমরা যেন আমাদের অস্তিত্বকে কখনো ভুলে না যাই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
চবি উপাচার্য বলেন, মাতৃভাষার সম্মান বজায় রাখা আমাদের সবারই দায়িত্ব। আমি এই ভাষার মাসে ভাষার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে বাংলা ভাষা চালু করা হোক। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে একুশে পদক প্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূরুল আজীম সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আব্দুল করিম। আরো উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনসুর, আইন অনুষদের ডিন আব্দুল্লাহ আল ফারুক।