পার্বত্য চট্টগ্রাম

চন্দ্রঘোনায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফকিরাঘোনা এলাকায় অগ্নিকাণ্ডে মোঃ দুলাল (৪২) নামের এক সিএনজি চালকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (০৪ মার্চ) বেলা প্রায় সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘরের রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

এতে লোকজন প্রাণে রক্ষা পেলেও বসতবাড়িতে থাকা নগদ টাকাসহ সকল আসবাবপত্র এবং ঘরের প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয় বলে ভোক্তভুগি পারিবারিক সূত্র জানায়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তবে আগুন লাগার পর প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে ফায়ার ব্রিগেড কর্মীরাও ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা করা হয়েছে। পরবর্তিতে আরও সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *